এই সকালে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ ২৭-০৪-২০২৪

অনেক প্রহরের ক্লান্তি
আজ ,
অনেক জীবনের শান্তি
আজ -
এই সকালের মাতমে গেল হারা ।
দূরে
হেথায় সূর্য জাগে ,
দূরে
মন্দিরে কে গো মাগে -
অনন্ত পূজারী লুণ্ঠিত মস্তকে ।
এবার
পাখিরা করিল কিচির মিচির,
এ ঘরে
সকল হাসি ফিরে এল এ ঘরে -
অনেক প্রতীক্ষার পর আঁধার ডিঙিয়ে
যামিনীর শেষ চেষ্টার ক্ষণ মুছি দিয়ে ।
আজ এই সকালে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।